চট্টগ্রামে পৃথক অভিযানে চুরি ও ধর্ষণ মামলার দুইজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
গ্রেপ্তাররা হলেন : রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকার বাসিন্দা পলাশ কান্তি বনিক (৪৫) এবং বাঁশখালী থানার পূর্ব চাম্বল এলাকার বজল আহমদ (৫০)।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন সোমবার (২৩ জুন) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২২ জুন) পতেঙ্গা মডেল থানার সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার পলাতক আসামি পলাশ কান্তি বনিককে এবং একই দিন গভীর রাতে বাঁশখালী থানার পূর্ব চাম্বল এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি বজল আহমদকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।