অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দাবির মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দিবাগত রাতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বলেন, পটিয়ার ওসিকে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) পটিয়া থানায় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ সভাপতি দীপঙ্কর দেকে ধরে নিয়ে যায় বৈছাআ ও এনসিপির নেতাকর্মীরা। তারা দীপঙ্করকে মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করতে বলেন। তখন পুলিশ দীপঙ্করের নাম-ঠিকানা যাচাই-বাছাই করে কোনো মামলা না থাকায় আটকের অস্বীকৃতি জানায়।
এ নিয়ে বাকবিতণ্ডার জেরে পটিয়া থানায় বিক্ষোভ করে বৈছাআ ও এনসিপির নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়।
এর পরিপ্রেক্ষিতে বুধবার (২ জুলাই) সকালে থানা ঘেরাওয়ের পাশাপাশি পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বৈছাআ ও এনসিপির নেতাকর্মীরা।
দুপুরের পর চট্টগ্রামের খুলশী থানা এলাকায় অবস্থিত রেঞ্জ ডিআইজি ঘেরাও করা হয়। পাশাপাশি নগরের জাকির হোসেন রোডও অবরোধ করা হয়।
একপর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।