বুধবার (২ জুলাই) রাতে উখিয়ার কুতুপালং পশ্চিমপাড়া রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ওয়োসাই ওয়াং মার্মা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু মার্মাপাড়া গ্রামের চাইং দো অং মার্মার ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, অভিযানের সময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ওসি আরও জানান, একই রাতে আরেকটি পৃথক অভিযানে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশের একটি দোকানের সামনের মাঠ থেকে সাদা পলিথিনে মোড়ানো দুটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড রাইফেলের গুলি এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি আরিফ হোসেন।