pressbd24
ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আজ পবিত্র আশুরা

অনলাইন ডেস্ক
জুলাই ৬, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : আজ ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ, তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত দিন। ইসলাম ধর্মের ইতিহাসে এক অনন্য আত্মত্যাগ ও ন্যায়ের পথের প্রতীক হয়ে রয়েছে এই দিনটি।

হিজরি ৬১ সনের ১০ মহররম ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীদের মর্মান্তিকভাবে শহীদ হওয়ার স্মরণে দিনটি পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

পবিত্র আশুরা উপলক্ষে আজ রবিবার (৬ জুলাই) সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই দিনে নানা ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে।

ধর্মপ্রাণ মুসলমানরা আজ নফল রোজা, নামাজ, দান-খয়রাত, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে দিনটি পালন করছেন। অনেকে হযরত ইমাম হোসাইনের (রা.) আত্মত্যাগ স্মরণ করে শোকমিছিল ও তাজিয়া মিছিলে অংশ নিচ্ছেন।

প্রতিবছরের মতো এবারও রাজধানীর পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়া থেকে সকাল ১০টায় শোকযাত্রা শুরু হয়েছে। তাতে অংশ নিয়েছেন হাজারো শোকার্ত মানুষ। তারা কালো পোশাক পরিধান করে ‘হায় হোসাইন, হায় হোসাইন’ ধ্বনিতে মাতম করছেন।

এই পবিত্র দিনে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক বাণীতে বলেন, ‘পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে।’

তিনি আরও বলেন, ‘কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের আত্মত্যাগকে। মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য আমাদের উচিত এ দিনের শিক্ষা হৃদয়ে ধারণ করে বেশি বেশি নেক আমল করা।’

পবিত্র আশুরা শুধু শোক নয়, সত্য, ন্যায় ও আল্লাহর সন্তুষ্টির পথে অটল থাকার শিক্ষা দেয়। কারবালার এই ইতিহাস মুসলিম উম্মাহর জন্য এক চিরন্তন দৃষ্টান্ত হয়ে থাকবে।

এদিকে পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামে আজ সাতটি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে বের হওয়া এসব মিছিল ঘিরে একাধিক নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

সিএমপি জানায়, পবিত্র আশুরার দিনে নগরের বিভিন্ন এলাকা থেকে সাতটি তাজিয়া মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। দিনের বেলায় নির্ধারিত সময়ে মিছিল শুরু ও শেষ করতে অনুরোধ করা হয়েছে।

যেসব সড়কে সিসি ক্যামেরা রয়েছে, সেসব সড়ক প্রাধান্য দিয়ে মিছিলের পাশাপাশি যানবাহন চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেটিও খেয়াল রেখে রুট সংক্ষিপ্ত করতে বলা হয়েছে। মিছিলে ছোরা, বল্লম, চাকুসহ যেকোনো ধরনের অস্ত্র বহন না করা, আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্টের মত দুর্ঘটনা এড়াতে মিছিলে বাঁশ/ঝান্ডার দৈর্ঘ্য ১২ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে এবং মিছিলে থাকা গাড়ি চলাচলের সময় বিদ্যুৎ/টেলিফোন বা অন্য কোনো সংযোগের তারে আটকে গেলে সেটি সমাধানে ইংরেজি ‘ভি’ বর্ণাকৃতির বাঁশ সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে সিএমপি।

টাইগারপাস, নিউ মার্কেট, লালদিঘীপাড়, কাজির দেউড়ি এলাকা ছাড়াও যে সব স্পটে মিছিল থেকে খেলা দেখানো হবে তার তালিকা আগে থেকে সংশ্লিষ্ট থানাকে জানিয়ে রাখতে বলা হয়েছে। দুটি মিছিল যেন মুখোমুখি না হয়, সেদিকে নজর রাখার পাশাপাশি নির্ধারিত রুটের বাইরে না যেতেও অনুরোধ করা হয়েছে।

সম্প্রীতি বজায় রাখতে উস্কানিমূলক বক্তব্য, কার্যক্রম থেকে বিরত থাকতে এবং স্বেচ্ছাসেবকদের চেনার সুবিধার্থে গেঞ্জি, টুপির ব্যবস্থা করারও পরামর্শ দিয়েছে পুলিশ।

মিছিল চলাকালে নিরাপত্তার স্বার্থে কোনো প্রকার ব্যাগ, ব্যাগের মত বস্তু, টিফিন বক্স, দাহ্য পদার্থ নিয়ে অবস্থান না করতে বলা হয়েছে। পথিমধ্যে ছোট ছোট গলি থেকে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ গ্রুপ আকারে যাতে প্রবেশ করতে না পারে, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।