অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে মাছ কাটার বঁটি দিয়ে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পন করেছেন স্বামী মো. ইমরান(৪৫)।
শনিবার (৫ জুলাই) রাতে বন্দরের এনায়েতনগর এলাকায় জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
ঘাতক ইমরান একই এলাকার তপন চন্দ্র দাসের ছেলে বলে জানা গেছে। অপরদিকে নিহতের নাম বিজলী আমেনা (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিজলী আমেনা ছিলেন বিবাহিতা ও মুসলিম পরিবারের মেয়ে। ইমরানও ছিলেন বিবাহিত।
তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হলে ৭/৮ মাস আগে ইমরান ইসলাম গ্রহণ করে বিজলী আমেনাকে বিয়ে করেন। এরপর বন্দরের র্যালি আবাসিক এলাকার ২ নম্বর গলির আবদুল মজিদ মিয়ার মালিকানাধীন হাজী শরীফ ভিলার পঞ্চম তলায় দ্বিতীয় স্ত্রী বিজলী আমেনাকে নিয়ে ভাড়ায় বসবাস শুরু করেন।
শুক্রবার রাত ১০টার দিকে স্বামী-স্ত্রী মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে ইমরান মাছ কাটার বঁটি দিয়ে স্ত্রী বিজলীকে কুপিয়ে আহত করে।
নিহত বিজলীর বোন বৃষ্টি আক্তার জানান, বোনকে কুপিয়ে আহত করার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
স্থানীয়দের সহায়তায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, ইমরান থানায় এলে তাকে গ্রেফতার করা হয়েছে। বিজলীর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।