pressbd24
ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে ২ ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধ জেলে : আহত ৮

অনলাইন ডেস্ক
জুলাই ২০, ২০২৫ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে এফবি ভাই ভাই ও এফবি রফিক নামে বরগুনার দুটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এফবি ভাই ভাই ট্রলারে থাকা কামাল হোসেন (৩২) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জেলে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে আহত জেলেদের নিয়ে ট্রলার দুটি বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের নলী চড়কগাছীয়া নামক এলাকায় এসে পৌঁছায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন।

জানা যায়, গুলিবিদ্ধ কামাল হোসেন উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তিনি ঢলুয়া ইউনিয়নের বাসিন্দা ইউনুস পহল্লানের ছেলে।

এর আগে শুক্রবার (১৮ জুলাই) রাতে বঙ্গোপসাগরে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির শিকার ট্রলার দুটির মালিক জাহাঙ্গীর মোল্লা ও মাসুম হাওলাদার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে এফবি ভাই ভাই এবং এফবি রফিক নামে দুটি ট্রলার নিয়ে ৩৫ জন জেলে সাগরে মাছ ধরতে যান। পরে গত রাতে সাগরে মাছ ধরা অবস্থায় ২০ থেকে ২৫ জন ডাকাত একটি ট্রলার নিয়ে এসে ওই ট্রলার দুটিতে থাকা জেলেদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

এ সময় ভাই ভাই ট্রলারে থাকা জেলে কামাল হোসেন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ছাড়াও ডাকাতের হামলায় ট্রলার দুটিতে থাকা কমপক্ষে আরও ৮ জেলে আহত হন। পরে ট্রলার দুটিতে থাকা জাল, মাছ এবং তেলসহ জেলেদের সঙ্গে থাকা মোবাইল ফোনগুলো লুট করে নিয়ে যায় ডাকাতরা।

পরবর্তীতে আহত জেলেদের নিয়ে শনিবার বিকেলে ট্রলার দুটি বরগুনায় পৌঁছালে গুলিবিদ্ধ কামাল হোসেনকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ভাই ভাই ট্রলারের মালিক মাসুম হাওলাদার বলেন, ৭ দিন আগে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান জেলেরা। মাছ ধরা শেষে প্রতিবার ঘাটের কাছাকাছি আসলে জেলেরা আমাদেরকে ফোনে জানান। তবে আজকে জেলেরা ঘাটে এসে সরাসরি আমার বাড়িতে গিয়ে জানায় ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। তাদের সঙ্গে থাকা মোবাইলসহ ট্রলারের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

এফবি রফিক নামের ট্রলারটির মালিক জাহাঙ্গীর মোল্লা বলেন, গত শনিবার আমার ট্রলার নিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে যায়। গতকাল রাতে তারা মাছ ধরা অবস্থায় ডাকাতের কবলে পড়েন জেলেরা।

বরগুনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. মোস্তফা কামাল বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে। তবে তার দুই পায়ে অসংখ্য স্প্লিন্টারের চিহ্ন রয়েছে এবং ভেতরে স্প্লিন্টার ঢুকে আছে। আর এ কারণেই স্প্লিন্টারগুলো অপসারণ করতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আমাদের থানা এলাকার মধ্যে যদি এমন ঘটনা ঘটে এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাই, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।