pressbd24
ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার : গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক
জুলাই ২১, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফের তুলাতলী ঘাট এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। অভিযানের সময় আরও তিনজন সহযোগী পালিয়ে যায়।

রবিবার (২০ জুলাই) বিকেলে এই অভিযান চালানো হয় বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।

গ্রেপ্তার চারজন হলেন : টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুস সালাম (৩৩), মৃত ফরিদ আলমের ছেলে আব্দুল্লাহ (৩৫), মৃত আহাম্মদ হোসেনের ছেলে নজরুল ইসলাম ওরফে কালু (৩৪) এবং মৃত অলি আহাম্মদের ছেলে মো. সামছুল আলম (৫২)।

র‌্যাব জানায়, টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুলাতলী ঘাটে ইয়াবার একটি বড় চালান পাঠানোর প্রস্তুতিকালে জনৈক সুলতান আহাম্মদের মালিকানাধীন ইঞ্জিনচালিত কাঠের নৌকা থেকে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। সে সঙ্গে তাদের কাছ থেকে একটি স্মার্টফোন ও একটি বাটন ফোনও পাওয়া যায়।

গ্রেপ্তার চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক তিন আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।