স্টাফ রিপোর্টার ; দৈনিক আমাদের চট্টগ্রামের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
“সত্য প্রকাশে প্রতিদিন”— এই শ্লোগান বুকে নিয়ে অন্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে, মজলুম মানুষের পক্ষে কলম চালিয়ে চৌদ্দ বছরের লড়াই পেরিয়ে গেছে দৈনিক আমাদের চট্টগ্রাম।
শুক্রবার ১ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনাড়ম্বর অথচ হৃদয়ছোঁয়া আয়োজনে পালিত হলো এ পত্রিকার গৌরবময় ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সঞ্চালনা করেন পত্রিকার প্রধান প্রতিবেদক সাংবাদিক মুনীর চৌধুরী ও উপস্থাপিকা দিলরুভা।
সভাপতিত্ব করেন দৈনিক আমাদের চট্টগ্রাম–এর সম্পাদক, সময়ের সাহসী কলমযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুফিজুল হক ভূঁইয়া (পিপি), মাই টিভির ব্যুরো চীফ ও চট্টবাণী সম্পাদক, সমাজসেবক ও দানবীর আলহাজ নুরুল কবির, মা ও শিশু হাসপাতালের ডোনার সদস্য বিশিষ্ট সমাজসেবক লায়ন জাবেদ আবছার চৌধুরী, অরাজনৈতিক নাগরিক প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট লায়ন মো. সাজ্জাদ উদ্দিন, বাংলাদেশ এডিটর ফোরামের অর্থ সম্পাদক কামরুল জাম্মান রণি, এমআরটি ক্লাবের প্রতিনিধি প্রমুখ।
ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান চট্টগ্রাম এনসিপি’র নেতৃবৃন্দ, ইনসানিয়াত বাংলাদেশসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীরা।
এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম, আকতার উদ্দিন রানা, এনসিপি’র জেলা সংগঠক রাফসান জানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি এ আর মিল্টন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন—
“জাতির দর্পণ যদি সাংবাদিকতা হয়, তাহলে কেউ যদি নগ্ন থাকে, আয়না হিসেবে সাংবাদিক কি বলবে—তিনি কাপড় পরেছেন? সাংবাদিকতা হচ্ছে সেই আয়না যেখানে সব স্পষ্ট দেখতে হবে। সাংবাদিকদের পক্ষপাতমুক্ত সত্য কথা বলতেই হবে।”
তিনি আরও বলেন—
“দেশের ভুখণ্ড কারো হাতে বিক্রি হতে দেওয়া যাবে না। রাজনৈতিক চাটুকারিতা সাংবাদিকতার নামে বর্জন করতে হবে। সরকারি প্রশাসনের সৎ কর্মকর্তা, পুলিশের সৎ কর্মকর্তা আর বিশেষ করে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান–এর দৃঢ় অবস্থান দেশের জন্য আশার আলো।”
তিনি উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন—
“আপনারা আজ এখানে এসেছেন কোনো প্রটোকলের কারণে নয়, ভালোবাসা আর বিশ্বাসের টানে। এই ভালোবাসাই আমাদের শক্তি, এই ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।”
আয়োজনটি শেষ হয় ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে।
অনুষ্ঠানে পত্রিকার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, চট্টগ্রামের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্যাটেলাইট টিভি’র সংবাদকর্মী, প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, গবেষক, কবি, সাহিত্যিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রতিবেদকের অনুরোধ- অনেকেই উপস্থিত থেকেছেন, স্থানাভাবে সবার নাম একে একে উল্লেখ করা সম্ভব নয়। দৈনিক আমাদের চট্টগ্রাম সবার কাছে ঋণী— সবার এই ভালোবাসা ও আস্থা সত্য প্রকাশের পথে অটল থাকতে শপথবদ্ধ রাখে।
চৌদ্দ বছর আগে যে শপথে যাত্রা শুরু হয়েছিল—অন্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে সত্য বলা—আজও সেই শপথ অক্ষুণ্ণ।
এই অঙ্গীকারই পথচলার প্রেরণা—আর সেই যাত্রায় সহযোদ্ধা হিসেবে আপনাদেরই ভালোবাসা।