pressbd24
ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আজ পবিত্র শবে মেরাজ

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

আজ শুক্রবার (১৬ জানুয়ারি), পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ।

ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই মহিমান্বিত রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর প্রিয় হাবিব, নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেন।

মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে তিনি আরশে আজিমে গমন করে মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ বিধান নিয়ে দুনিয়াতে ফিরে আসেন।

মুসলমানদের জন্য শবে মেরাজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত এক রাত। পবিত্র কোরআনে এই অলৌকিক ঘটনাকে ‘ইসরা’ (রাত্রিকালীন ভ্রমণ) ও ‘মেরাজ’ (ঊর্ধ্বগমন) হিসেবে উল্লেখ করা হয়েছে।

পবিত্র শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে।

এ ছাড়া দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকা এবং ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো ওয়াজ মাহফিল, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করেছে।

এই মহিমান্বিত রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজ নিজ ঘরে ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, জিকির-আযগার, নফল নামাজ এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করবেন।

শবে মেরাজ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। এই রাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।

ইতিহাস অনুযায়ী, নবুওয়াতের দশম বছরে বা ৬২১ খ্রিষ্টাব্দে এক রাতে হজরত মুহাম্মদ (সা.) পবিত্র কাবা শরিফ থেকে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে তিনি সব নবীর জামাতে ইমামতি করেন। কোরআনে বর্ণিত এই ঘটনাই ‘ইসরা’ নামে পরিচিত।

এরপর তিনি ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমন করেন, যা ‘মেরাজ’ নামে পরিচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।