pressbd24
ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নিতকরণ সিদ্ধান্ত স্থগিত

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক ; কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নিতকরণ সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। এ বিষয়ে আগামী রোববার প্রজ্ঞাপন হতে পারে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক উন্নীতকরণ কমিটির সভাপতি এয়ার কমোডর নূর ই আলম।

তিনি বলেন, ‘আমরা এখনো কোনো চিঠি পাইনি। আগামী রোববার হয়তো চিঠি পাবো। তবে এ বিষয়টি মন্ত্রণালয় ভালো বলতে পারবে।’

এর আগে গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সেদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, Sub-rule (1) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার The Civil Aviation Rules, 1984 এ Rule ১৬ কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করল।

আরও বলা হয়, দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪ এর রুল ১৬ এর সাব-রুল(১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করল। কিন্তু দুই সপ্তাহের মাথায় সে সিদ্ধান্ত স্থগিত হয়ে গেল।

২০০৯ থেকে ২০১৩ সালে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজ শুরু হয়।

পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের নতুন ধাপ যোগ হয়। ই

তোমধ্যে বিমানবন্দরের রানওয়ে ৬ হাজার ৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার ফুটে উন্নীত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।