স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানার চুনতি এলাকায় গত ২ ই এপ্রিল ঢাকার মিরপুর থেকে কক্সবাজার ভ্রমণের জন্য মাইক্রোবাসে থাকা ১১ যাত্রীকে বিপরীত দিক হতে আসা দ্রুত বেপরোয়া গতির রিলাক্স পরিবহনের গাড়ী ধাক্কা দিলে মাইক্রোবাস ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ১০ জন যাত্রী মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জন মারা যায়।
এসময় ঘটনাস্থল থেকে ঘাতক বাস চালক পালিয়ে যায়। এঘটনায় নিহত যাত্রীর এক নিকটাত্মীয় বাদী হয়ে গত ৩ ই এপ্রিল লোহাগাড়া থানায় রিলাক্স পরিবহনের অজ্ঞাত ঘাতক চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
র্যাব জানায়, চাঞ্চল্যকর এমামলার অজ্ঞাত ঘাতক বাস চালক’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে।
নজরদারির একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক বাস চালক মোঃ সোহেল তালুকদার’কে (২৭) ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানার আনসার ক্যাম্প এলাকায় ৬ জুলাই (রবিবার) বিকেলে র্যাব-৭ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল ঢাকা জেলার দক্ষিণখাঁন থানার ফরহাদাবাদ গ্রামের মোঃ হানিফের ছেলে। পরে গ্রেফতারকৃত আসামি গত ২ ই এপ্রিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুত ও বেপরোয়া গতিতে বাস চালিয়ে ১১ জন মাইক্রোবাস যাত্রী হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তরের বিষয়ে সত্যতা
নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।