pressbd24
ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের উখিয়ায় মাদকাসক্ত পিতার হাতে শিশুকন্যা খুন!

অনলাইন ডেস্ক
জুলাই ৬, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাত্র তিন বছরের শিশুকন্যা খুন হয়েছেন তারই পিতার হাতে।

ঘটনাটি ঘটে শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার পর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনখালীর কোনারপাড়া এলাকায়।

নিহত শিশুটির নাম কানিজ ফাতেমা (৩), তাঁর বাবা আমান উল্লাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে শিশুটির মা পাশের বাড়িতে কাজে গেলে, মাদকাসক্ত পিতা লোহার রড দিয়ে দুই সন্তানকে তাড়িয়ে দেয়। পরে শিশুটির মৃতদেহ পাওয়া যায় বাড়ির পাশে একটি খালে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মা বাড়িতে এসে দেখেন একটি ছাগল এবং তাঁর মেয়ের মরদেহ পড়ে আছে।

স্থানীয়দের খবর দিতে গেলে এই সুযোগে ঘাতক পিতা মরদেহটি খালের পানিতে ফেলে দেয় এবং নিজেই খাটের নিচে লুকিয়ে থাকে। পরে এলাকাবাসী রক্তের দাগ দেখে খাল থেকে মরদেহ উদ্ধার করে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক দুর্জয় সরকার এবং উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘাতক পিতাকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।