pressbd24
ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

অনলাইন ডেস্ক
জুলাই ৪, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন এবং আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত পৌনে ১২টার দিকে, উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন : বাসটির স্টাফ, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী গ্রামের মো. ফারুক (২৭) এবং নোয়াখালী সদর উপজেলার সোনাপুর বাইতুল আশরাফ তাজমাহতাবপুর এলাকার কলেজশিক্ষার্থী শেখ ওবায়েদ এনাম (১৯)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ছিল। গয়ালমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসে চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ, চকরিয়া থানা-পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী।

রাত আড়াইটার দিকে একটি ক্রেনের সাহায্যে বাসটি খাদ থেকে উদ্ধার করা হয়। এ সময় দেখা যায়, এক যুবকের মরদেহ বাসের জানালায় ঝুলে আছে, আর অন্যজন বাসের নিচে চাপা পড়ে ছিলেন।

চিরিংগা হাইওয়ে পুলিশের ওসি মো. আরিফুল আমিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে আটক করতে অভিযান চালানো হচ্ছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তারা দাবি করছেন, চালকের দ্রুতগতি ও আবহাওয়াজনিত (বৃষ্টিভেজা পিচ্ছিল সড়ক) কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।