স্টাফ রিপোর্টার : কুমিল্লা নগরীতে নাশকতা ও সহিংসতা করার প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ২৯ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা থেকে রোববার (১৬ নভেম্বর) ভোর পর্যন্ত কোতয়ালী থানা পুলিশ কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলেশ জানায়, আজ রোববার ভোর ৬টার দিকে কুমিল্লা মহানগরীর টমছম ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় পুলিশ ও জনতা ধাওয়া করে টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যানার, লাঠি ও লাইটার জব্দ করা হয়।
এছাড়া কুমিল্লা জেলার বিভিন্ন জায়গা থেকে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

