স্টাফ রিপোর্টার ; খাগড়াছড়িতে চার দিন ধরে চলা অবরোধ কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে জুম্ম ছাত্র-জনতা।
শারদীয় দুর্গোৎসবের মর্যাদা রক্ষা এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত ৮ দফা দাবির বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় সংগঠনটির ফেসবুক পেইজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবরোধ আজ রাত ১১টা থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। তবে দাবিগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রশাসনের কার্যক্রমের ওপর নির্ভর করে ভবিষ্যতে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে জুম্ম ছাত্র-জনতার ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সেখানে তারা ৮ দফা দাবি তুলে ধরেন। প্রশাসন দাবিগুলোর বাস্তবায়নের আশ্বাস দেয় এবং ১৪৪ ধারা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলে অবরোধ স্থগিত করা হয়।
উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক স্কুলপড়ুয়া জুম্ম কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিল।
অবরোধ চলাকালে ২৮ সেপ্টেম্বর গুইমারার রামসু বাজার এলাকায় সংঘর্ষ হয়, যেখানে তিনজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারার সংঘর্ষ-ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার এবং গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী।
ঘটনার তদন্তে জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে।

