স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম ও ফেনীতে র্যাবের পৃথক ৫টি অভিযানে ধর্ষণ ও অপহরণ মামলা ও হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন : চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার উত্তর জলদি গ্রামের শফি আলমের ছেলে শহিদুল ইসলাম, ফেনীর ছাগলনাইয়া থানার দৌলতপুর গ্রামের জিয়া উদ্দিনের স্ত্রী রুকসানা পারভীন লিনা (৩৫), একই এলাকার মৃত নুরুল আমিনের ছেলে শাহাদাৎ হোসেন প্রকাশ মিন্টু মেম্বার (৭৩), চট্টগ্রামের সীতাকুন্ড থানার উত্তর কালাবাড়ীয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ সাখাওয়াত হোসেন (৪২), লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ঠেংঝাড়া গ্রামের মোঃ বাছের আলীর ছেলে মোঃ হাশেম আলী (৪২) ও একই এলাকার মোঃ হাশেম আলীর ছেলে মোঃ শাহীন (২২)।
০
সোমবার গণমাধ্যমে পাঠানো আলাদা আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামোর বাঁশখালী থানার নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি শহিদুলকে রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র্যাব।
অপরদিকে ফেনী সদর থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামি লিনা’কে চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকা হতে রবিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে তাঁর দেয়া তথ্য একই মামলার পলাতক আসামি মিন্টু মেম্বারকে ছাগলনাইয়া থানার দৌলতপুর এলাকা হতে গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব।
এছাড়াও সীতাকুন্ড থানার কলিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি সাখাওয়াত’কে রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের জোরারগঞ্জ থানার জামালপুর এলাকা হতে গ্রেফতার করা হয় এবং লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার চাঞ্চল্যকর আবু সামা হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি হাসেম আলী এবং শাহিন’কে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকা হতে গ্রেফতার করে র্যাব-৭ ও র্যাব-১৩ এর যৌথ আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামিদের সোমবার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।