চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইফতেখারুল আলম রনি নামে একজন ‘মানবপাচারকারী’কে আটক করা হয়েছে।
তিনি বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটে দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন।
শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি বলেন, ‘এ যাত্রী এনএসআইয়ের টপলিস্টেড ক্রিমিনাল। রনি ফেনী জেলার ফাজিলপুর গ্রামের নুরের জামানের ছেলে। তার বিরুদ্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় এবং জেলা ও দায়রা জজ আদালতের মানবপাচার অপরাধ দমন ট্রাইবুনাল নম্বর ২-এ দুটি মামলা রয়েছে।’
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রনিকে সিএমপির পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                                                
                        
                        
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                 
                                 
                                 
                                