pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে জরিমানা ; একটি সিলগালা

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে একটি বেকারি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে দেওয়ানহাট এলাকার ‘হোটেল সিটি আই’ নামের একটি রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং মাছ-মাংসের সঙ্গে পুরোনো বাসি গ্রিল একসঙ্গে ফ্রিজে সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই ধরনের অপরাধে দেওয়ানহাট মোড়ের ‘মুসলিম হোটেল’ ও ‘দরবার ভাতঘর’ নামে প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ফারিয়া মেডিকেল নামের একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে অভিযান চালানো হয় পাহাড়তলীর ছদু চৌধুরী রোডে অবস্থিত ‘বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস’ নামে একটি বেকারিতে। প্রতিষ্ঠানটি অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে অবৈধভাবে চিপস উৎপাদন করছিল। এছাড়া অস্বাস্থ্যকর তেল ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সাময়িকভাবে সিলগালা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।