pressbd24
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ছাত্রকে বলাৎকারের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে ছাত্রকে বলাৎকারের দায়ে শিক্ষক মো. ইসমাইলকে (৪৭) মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার (১৩ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল: ১-এর বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. পারভেজ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, গ্রেফতারের পর শিক্ষক ইসমাইল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। তদন্ত কর্মকর্তা ২০২২ সালের ২৯ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর ২০২৩ সালের ১৪ জুন চার্জ গঠন শেষে মামলায় বাদী, ভিকটিম, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৯ জন সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হায়দার মো. সোলাইমান ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আকবর আলী। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. ফোরকান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।