pressbd24
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে সাংবাদিকের উপর হামলা : পিজার প্রতিবাদ সমাবেশে ডিসি আমিরুলের প্রত্যাহার দাবি

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের খুলশী থানার ভেতরে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা) সদস্য এবং যমুনা টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরা জার্নালিস্ট আসাদুজ্জামান লিমনের ওপর হামলার ঘটনায় অবিলম্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের ডিসি আমিরুল ইসলামকে প্রত্যাহার ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে নগরের চেরাগী পাহাড় চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন- পিজার সভাপতি ইমরান বিন ছবুর এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য হামিদ উদ্দিন।

বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ। তিনি বলেন, ‘খুলশী থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও ক্যামেরা জার্নালিস্টের ওপর ডিসি আমিরুল ইসলামের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ প্রশাসনের বর্বর আচরণ বন্ধ করতে হবে এবং এই কর্মকর্তা অবিলম্বে দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

ইমরান বিন ছবুর বলেন, ‘৫ আগস্টের পর পুলিশের ভাবমূর্তি তলানিতে থাকাকালীন সময়ে আমাদের সংবাদকর্মীরা তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছিল। আর এখন সেই সহযোদ্ধাদের ওপর হামলা করা হচ্ছে। এই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে আমাদের আন্দোলন চলমান থাকবে।’

পিজার সিনিয়র সহ-সভাপতি তাপস বড়ুয়া বলেন, ‘সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাদের ওপর হয়রানি বা মারধর হলে জনগণের অধিকার কোথায় নিরাপদ থাকবে? যমুনা টেলিভিশনের দুই সহযোদ্ধার ওপর পুলিশি হামলার বিচার না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

পিজা’র সাবেক আহ্বায়ক পার্থ প্রতীম নন্দী বলেন, ‘খুলশী থানায় দুই সাংবাদিকের ওপর হামলা শুধুমাত্র তাদের বিরুদ্ধে নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর আঘাত এবং কণ্ঠরোধের এক ভয়াবহ উদাহরণ। ডিসি আমিরুল ইসলামকে যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, ততোক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন যুগ্ম-সম্পাদক ইব্রাহীম জুলহাজ নীল, সদস্য পদ বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম ইমন, পিসিআইউ মিডিয়া ক্লাবের সভাপতি রবিন দাস গুপ্ত ও সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরী, আরিফুল ইসলাম তামিম, পিজার সদস্য হাসিবুল আলমসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

উপস্থিত ছিলেন- চট্টগ্রাম ইউনিভার্সিটি জার্নালিজম বিভাগের সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, পিজার কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ, সহ-সভাপতি মিশু পাল, অর্থ সম্পাদক সাখাওয়াত আলম (রিমন), প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, চট্টগ্রামে কর্মরত অন্যান্য সাংবাদিক এবং পোর্ট সিটি ইউনিভার্সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।