স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের ৩৪তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) অতিরিক্ত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত ডিসি) মো. কামরুজ্জামানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, চট্টগ্রামে জনবান্ধব ও স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে কাজ করবেন।
প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মিঞা আগে রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নারায়ণগঞ্জে তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসনিক স্বচ্ছতা, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে সরঞ্জাম বিতরণ, আইসিইউ চালু, শিক্ষা উপকরণ সরবরাহ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করেছেন।
রাজবাড়ীতে স্থানীয় প্রশাসনিক কার্যক্রম, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা ও সামাজিক সেবা কার্যক্রম বাস্তবায়ন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনার্স-মাস্টার্স, আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে রাশিয়ান ভাষায় ডিপ্লোমা এবং যুক্তরাজ্য থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমএসসি সম্পন্ন করেছেন তিনি।
২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসনে যোগ দিয়ে বিভিন্ন জেলায় এনডিসি, এসিল্যান্ড ও ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

