pressbd24
ঢাকারবিবার , ১ জুন ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের পাহাড়তলীতে তিন পলাতক আসামি আটক

অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের পাহাড়তলী থানায় দায়ের হওয়া অপহরণ ও চাঁদাবাজির মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

রবিবার (১ জুন) র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী বণিকপাড়া এলাকায় পলাতক কয়েকজন আসামি অবস্থান করছে—গোপনে এমন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ মে) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় ওই এলাকা থেকে রাউজান উপজেলার নোয়াজিষপুর গ্রামের জাফর আহমদের ছেলে জুবায়ের (২৯) এবং ফটিকছড়ি থানার দৌলতপুর গ্রামের মৃত নাসির খাঁনের ছেলে শাহরিয়ার খান ইফতিকে (২১) আটক করা হয়।

পরবর্তীতে আটক হওয়া দুইজনের দেয়া তথ্য মতে র‍্যাবের আরেকটি দল পাহাড়তলী থানার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই মামলার আরেক পলাতক আসামি বাইন্নাপাড়ার মো. বাহারের ছেলে মো. রিয়াজ ওরফে আলভীকে (২৭) আটক করে।

র‍্যাব-৭ এর জনসংযোগ শাখার সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।