pressbd24
ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের বাঁশখালীতে রিপু হত্যা মামলার পলাতক আসামি মোক্তার গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের বাঁশখালীতে চাঞ্চল্যকর রিপু আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মোক্তার হোসেনকে আটক করেছে র‍্যাব-৭।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে বাঁশখালীর উত্তর জলদী কাজী মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, জায়গা–সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গত ২৩ অক্টোবর রিপু আক্তার তার বাবার বাড়ির উঠানে থাকাকালে কয়েকজন ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার করে।

এ ঘটনা থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে রিপুর ওপর হামলা চালানো হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্বামী বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোক্তার হোসেনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।