চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাঠবোঝাই চাঁদের গাড়ির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ফুরকান (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চালকসহ আরো তিনজন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মরিয়মনগর বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ মোহাম্মদ ফুরকান চন্দ্রঘোনা কালুগোট্টা এলাকার বাসিন্দা মো. হোসেনের ছেলে। আহতদের একজন সাতকানিয়া এলাকার মো. পারভেজ। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চন্দ্রঘোনা থেকে চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি কাঠবোঝাই চাঁদের গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফোরকানকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে আহত তিনজনের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও একজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঠের টুকরো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। চাঁদের গাড়ি ও সিএনজিটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    