pressbd24
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি : মনোবল সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত-এ স্লোগানে ঠাকুরগাঁওয়ে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে৷

শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়৷

এসময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাইন্ড ম্যারাথন কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট, চিত্রাংকন, কবিতা আবৃতিসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

ফুলকুঁড়ি আসর ঠাকুরগাঁওয়ের উপদেষ্টা পরিষদের সভাপতি হাফেজ রশিদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হক সুমন৷

গেস্ট অব অনার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, প্রধান আলোচক আসরের প্রাক্তন প্রধান পরিচালক এস এম মিজানুর রহমান উপস্থিত ছিলেন। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট মেডিসিন ডা তোজাম্মেল হক ৷

এছাড়াও ফুলকুঁড়ি আসর ঠাকুরগাঁও জেলা শাখার পরিচালক রিয়াদুল জান্নাত, সহকারী পরিচালক তাবির ও অন্যান্য সংগঠকবৃন্দ এবং আসরের বিভিন্ন পর্যায়ের সদস্য ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সেজন্য সৎ আর দক্ষ হয়ে গড়ে ওঠতে হবে৷ ফুলকুড়ি আসরের প্রধান স্লোগান পৃথিবীতে গড়তে হলে, সবার আগে নিজকে গড়ো এই কথার সাথে একমত হতে হবে এবং সবাইকে সেরা হতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।