
রোববার (২২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে আটক ওই দু’জনের একজন পুলিশের এসআই ও অপরজন বরিশাল মহানগর ছাত্রদল নেতা। তাদের কাছ হ্যান্ডকাফও উদ্ধার করা হয়েছে।
রোববার এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার।
আটককৃতরা হলেন- বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় রোববার রাতে কয়েকজন যুবক তাস দিয়ে জুয়া খেলছিল। এসময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেয় কয়েকজন ব্যক্তি। তারা পাঁচ যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে যায়। তখন এলাকাবাসীর সন্দেহ হলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসিকে কল দেয়। কোনো পুলিশ অভিযানে যায়নি জানালে এলাকাবাসী দু’জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের গণধোলাই দিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার জন্য বলা হয়েছে। মামলা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজান ঘটনার সত্যতা নিশ্চিত। করে বলেন, তার থানার এসআই রেদোয়ান এয়ারপোর্ট থানার পুলিশ হেফাজতে রয়েছে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                    
 
                                 
                                 
                                 
                                