pressbd24
ঢাকাThursday , 14 November 2024
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. আন্তর্জাতিক
  3. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্রগ্রাম প্রতিদিন
  7. জাতীয়
  8. ড. মুহাম্মদ ইউনূস
  9. দেশ ও জনপদ
  10. নরসিংদী জেলা
  11. বিনোদন
  12. ব্যবসা
  13. ভিডিও
  14. মতামত
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

দলীয় কর্মীদেরও অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছিল : তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
November 14, 2024 7:20 pm
Link Copied!

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ আমলে অ্যাক্রিডিটেশন কার্ডের কোনো নির্দিষ্ট নীতিমালা ছিল না এবং তখন দলীয় কর্মীদেরও অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছিল। 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিভিন্ন টেলিভিশনের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের বেতন-ভাতা বকেয়া থাকার বিষয়ে প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের বেতনের বিষয়টি আলোচনায় এসেছে। আমাদের মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে।

পত্রিকার বকেয়া টাকা পরিশোধের ব্যাপারে আমরা নিশ্চিত করব। মালিকপক্ষকেও আমরা আহ্বান জানিয়েছি, যেন সাংবাদিকদের বেতন সময়মতো দেওয়া হয়।

অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল সংক্রান্ত আরেক প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, অনেক প্রথিতযশা সাংবাদিক যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, কিন্তু আগের সরকারি আমলে তারা কখনো সচিবালয়ে প্রবেশ করতে পারেননি বা তাদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়নি। পূর্ববর্তী সরকারের সময়ে অ্যাক্রিডিটেশন কার্ডের কোনো সঠিক নীতিমালা ছিল না, এবং সেই সময়ে অনেক দলীয় কর্মী এবং সাংবাদিক নন এমন লোকদেরও কার্ড দেওয়া হয়েছিল। এসব সমস্যা পরিষ্কার করতে হবে।

তিনি আরও বলেন, যেহেতু আমাদের কাজ করার সময়সীমা ছিল সীমিত, তাই হয়তো কিছু ভুল-ত্রুটি হতে পারে। তবে যারা প্রকৃত সাংবাদিক নয়, ব্যক্তিগত সুবিধা নিয়ে অ্যাক্রিডিটেশন কার্ড পেয়েছিলেন, তাদের কার্ড বাতিল করা হচ্ছে। যদি কেউ ভুলক্রমে অন্তর্ভুক্ত হয়ে থাকে, তবে তার প্রমাণ পেলে তার বিষয়টি পুনঃবিবেচনা করা হবে।

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নিশ্চিত করেন যে, নবায়নের সুযোগ থাকবে এবং ধীরে ধীরে অ্যাক্রিডিটেশন কার্ডের নবায়ন প্রক্রিয়া সম্পন্ন হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।