pressbd24
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সফাপুর বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন : একই গ্রামের আজিজুর রহমানের ছেলে আরাফাত (৬) ও সিরাজুল ইসলামের ছেলে নাঈম (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শিশু বাড়ির পাশেই খেলা করছিল। খেলার একপর্যায়ে আরাফাত ও নাঈম নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজা শুরু করলে কিছু সময় পর পুকুরে ভেসে উঠতে দেখা যায় একটি শিশুর দেহ। পরে গ্রামবাসী পুকুরে নেমে দুই শিশুর লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, শিশু দু’টি নিখোঁজ হওয়ার পর হঠাৎ গ্রামবাসীরা পানিতে কিছু একটা ভাসতে দেখে। এরপর পানিতে নেমে একজন শিশুকে উদ্ধার করেন। পরে আরেক শিশুকেও পানিতেই পাওয়া যায়। কিন্তু ততক্ষণে তারা আর বেঁচে নেই। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই পুরো গ্রামে কান্নার রোল পড়ে যায়। দুইটা নিষ্পাপ প্রাণ এভাবে চলে যাবে—কেউ বিশ্বাস করতে পারছে ন। এ ঘটনায় নিহত দুই পরিবারের স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে। গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।