স্টাফ রিপোর্টার : নরসিংদীর মাধবদীতে ৬০ কেজি গাঁজাসহ খোকন মিয়া(২৫) ও নিরব আহমেদ(১৯) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মামলা করার পর আদালতে পাঠিয়েছে পুলিশ।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, খোকন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধামাউরা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে এবং নিরব একই জেলা সদরের আহরন্দ গ্রামের সাইদুর রহমানের ছেলে।
ওসি পুলিশ জানান, বৃহস্পতিবার ভোরে মাধবদী পৌর শহরের খনমর্দী এলাকায় একটি সন্দেহজনক নীল-হলুদ রঙের পিকআপ গাড়ি (রেজিঃ নং ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭) তল্লাশি করে এসব গাঁজা উদ্ধার করা হয়।
গাড়ির বডির নিচে গোপন চেম্বারে লুকানো অবস্থায় গাঁজার বস্তাগুলো পাওয়া যায়।
গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত তাদেরকেও শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি নজরুল ইসলাম।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    