অনলাইন ডেস্ক : নরসিংদীতে ভূমিকম্পে চারজন নিহতের খবর পাওয়া গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন-রাস্তাঘাট। আগুন লেগে বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিহতরা হলেন : নরসিংদী শহরের গাবতলী এলাকার দেলোয়ারের ছেলে ওমর (১১), পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা কাজম আলী (৭৫), পলাশের ডাঙ্গা কাজিরচর এলাকায় সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গআজকিতলা (পূর্বপাড়া) গ্রামের ফোরকান (৪০)।
এদের মধ্যে নাসির উদ্দিন আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে জানা গেছে। ভূমিকম্পের গাছ থেকে পড়ে যান ফোরকান। তাৎক্ষণিকভাবে তাকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সারাদেশের ন্যায় নরসিংদীতে ভূমিকম্প অনুভূত হয়।
এসময় লোকজন আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশাল এলাকাকে চিহ্নিত করা হয়েছে।

