স্টাফ রিপোর্টার : নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরের পর কবিরহাট পৌরসভা ২ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব ফতেপুর এলাকায় সোনাপুর টু বসুরহাটগামী সড়কে একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে সোনাপুর থেকে বসুরহাটের দিকে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সরাসরি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতা সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজির ৩জন যাত্রী নিহত হন। অন্য দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে।
কবিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

