pressbd24
ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু টাইগারদের

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১৪৪ রান লক্ষ্য পায় টাইগাররা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে লিটনের অর্ধশতকে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে এশিয়া কাপ মিশন শুরু করে তাসকিনরা।

১৪৪ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের শুরুটা করলেন পারভেজ হোসেন ইমন। তবে নিজের ইনিংসটা খুব বড় করতে পারলন না বাঁহাতি ওপেনার। এক ছয় হাঁকিয়ে ১৯ রানে ড্রেসিংরুমের পথ ধরেন তিনি। এতে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

ফিরতি উইকেটে লিটন দাসের সঙ্গে ২৩ রানের জুটি গড়ে বিদায় নেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। বাঁহাতি ওপেনার ফেরেন ১৮ বলে ১৪ রানে।

দলীয় ৪৭ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে পরে পথ দেখায় লিটন-তাওহিদ হৃদয়। দুজনে মিলে তৃতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন। তাতে জয়ের ভিত পেয়ে যায় টাইগাররা। শেষ দিকে লিটন ৫৯ রানে আউট হলেও, সামনে থেকে ৩৫ রানের অপারিজিত ইনিংস খেলে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেন হৃদয়।

এর আগে বোলিংয়ে দারুণ করেছেন তানজিম হাসান সাকিব-রিশাদ হোসেনরা। মিতব্যায়ী বোলিংয়ে ১৪৩ রানে হংকংকে থামিয়েছেন তারা। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন নিজাকাত খান। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ-তানজিম সাকিব-রিশাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।