অনলাইন ডেস্ক ; বরগুনার আমতলীতে তিন কেজি গাঁজাসহ আমিরুল মাতুব্বর (৩৫) নামে এক মাদক সম্রাটকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার সময় অভিযান পরিচালনা করে গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে তার মধ্যে থেকে পলিথিনে মোরানো তিন কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মস্তফা মাতুব্বরের ছেলে মাদক সম্রাট আমিরুল মাতুব্বর একজন চিহ্নিত মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে সে মাদক বিক্রির সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার একদল পুলিশ বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার সময় আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে অভিযান পরিচালনা করে আমিরুলকে আটক করে। এসময় তার ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোরানো ৩টি প্যাকেট থেকে ৩ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
এ ঘটনায় আমিরুলের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর বৃহস্পতিবার দুপুরে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করে পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ প্রদান করেন।
পুলিশ জানায় আমিরুল আমতলী উপজেলায় সবার নিকট মাদক সম্রাট হিসেবে পরিচিত। এর আগেও সে ৫ কেজি গাঁজাসহ আটক হয়ে জেল খাটে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, আমিরুল মাতুব্বর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী । এর আগে সে একাধিকবার মাদক নিয়ে ধরা পড়েছে।
বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সকালে তাকে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।