অনলাইন ডেস্ক : প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও একই দেখা মিলল। মাঝপথে রান তাড়া করতে নেমে পথ হারিয়ে বসেছিল। তবে শেষ পর্যন্ত দলকে ঠিকই জয়ের বন্দরে পৌঁছে দিলেন নুরুল হাসান সোহান।
প্রথম ম্যাচে রিশাদ হোসেনকে পেয়েছিলেন সঙ্গী হিসেবে, আজ পেলেন শরিফুল ইসলামকে। আর তাতেই কাজটা হয়ে গেল।
২ উইকেটের জয়ে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো টাইগাররা।
এর আগে টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক জাকের আলী। দুবাইয়ের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এদিন খেলতে নেমে আগের দিনের মতো ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়নি আফগানিস্তানকে। উদ্বোধনী জুটিতে সেদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরান অর্ধশতক রান তোলেন। দলীয় ৫৫ রানে প্রথম উইকেটের পতন হয় আফগানিস্তানের। ব্যক্তিগত ২৩ রানে আউট হন সেদিকুল্লাহ আতাল। রিশাদ হোসাইনের বলে পারভেজ হোসাইন ইমনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
এরপর অবশ্য নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়েছে আফগানিস্তান। দলীয় ৭১ রানে ফিরে যান আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। তিনি করেন ৩৮ রান। তিন নম্বরে খেলতে নেমে ভয়ংকর হয়ে ওঠেন রহমতুল্লাহ গুরবাজ। টাইগারদের সমানে পেটাতে থাকেন তিনি।
ব্যক্তিগত ৩০ রানে গুরবাজকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠান বাঁ-হাতি টাইগার পেসার শরিফুল ইসলাম। দুইটি ছক্কা এবং একটি চার আসে তার ব্যাট থেকে।
শেষ দিকে আফগান দলের হাল ধরেন আজমতুল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি। অপরাজিত থেকে এই দুই ব্যাটার করেন যথাক্রমে ১৯ ও ২০। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তাদের ইনিংস থামে ১৪৭ রানে। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য হয় ১৪৮।