pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে জামায়াতের দুই নেতার বিএনপিতে যোগদান

অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ; মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর দুই নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (১ অক্টোবর) সকালে সুফিয়া রোড় বটতল প্রাঙ্গণে ৯ নং সদর ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তারা যোগদান করেন।

তারা হলেন : মিরসরাই সদর ওয়ার্ড জামায়াতের সভাপতি ওহিদুল ইসলাম ও বাইতুল মাল সম্পাদক মোশাররফ হোসেন। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

৯ নং মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মো. ইমাম হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মিরসরাই জনপদের আপামর জনসাধারণ আমাকে ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে স্বীকৃতি দিয়েছে, এটা আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অর্জন। বিএনপি হলো গণমানুষের দল। আজকে জামায়াতের দুই নেতা বিএনপিতে যোগ দিয়েছেন, এটা আমাদের জন্য আনন্দের সংবাদ।’

এ বিষয়ে ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা ফারুক জানান, তারা অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে জামায়াতে যোগ দেন। শুনেছি আবার বিএনপিতে ফিরে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।