pressbd24
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় ; দুই মাদ্রাসা ছাত্র নিহত

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসার শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

এ ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন : মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম (১৮) ও মোহাম্মদ কাউসার (১৪)।

আহতরা মুসলিম উদ্দিন (১৭) ও আরমান (১৫), তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মাদরাসার পরিচালক মাওলানা জাফর উল্লাহ নিজামী জানান, শুক্রবার সন্ধ্যায় পাঁচ-ছয় জন ছাত্র মাগরিবের নামাজ শেষে পার্শবর্তী একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন।

ঢাকামুখী লেনে একটি দ্রুত গতির মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং দুইজন গুরুতর আহত হন।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি সীতাকুণ্ড থেকে ফেনী যাচ্ছিল। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এঘটনায় মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।