মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করেন।
নিহতরা হলেন : গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যা মুসকান।
আহতরা হলেন : নিহত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), সাগর (৩০) ও গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। এর মধ্যে সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতরা সবাই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা।
জানা যায়, ভোরে নিহত গোলাম সরওয়ার পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন। পথে ঠাকুরদীঘি এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে তাদের প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত হন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন প্রেসবিডিকে বলেন, ‘শুক্রবার সকালে চট্টগ্রামমুখী প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ-১৩-৭৩৪৮) নিয়ন্ত্রণ হারিয়ে ঠাকুরদীঘি এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো উ-১১-৭১৬৮) পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুইজন নিহত ও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।