
বুধবার (১১ ডিসেম্ববর) সন্ধ্যায় উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে মৎস্যজীবী লীগের সভাপতি, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মঞ্জুরের সমর্থক ও ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান এসএম মঞ্জুর কার্যালয়ে যেতে পারছিলেন না। বিএনপি নেতারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে ইউনিয়ন পরিষদে অফিস করতে গেলে স্থানীয় বিএনপি নেতারা বাধা দেয়।
এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বুধবার সন্ধ্যায় আবারও ইউপি চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে পরিষদে গেলে বিএনপি নেতাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।
সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জিএম মহিউদ্দিন বলেন, ইউপি চেয়ারম্যান মঞ্জুর রহমানের লোকজন অতর্কিত হামলা চালিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের আহত করেছে। এছাড়া তার কলাগাছি বাজারের ব্যক্তিগত অফিস ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করেন মহিউদ্দিন।
সংঘর্ষের ব্যাপারে জানতে সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এসএম মঞ্জুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
তবে হাসপাতালে চিকিৎসাধীন তার সমর্থকরা জানিয়েছেন, প্রতিপক্ষের লোকজন তাদের ওপর আগে হামলা করে। হামলায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।
কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বুধবার চেয়ারম্যান পরিষদে গেলে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। সন্ধ্যায় চেয়ারম্যানের অনুসারী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আবার সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                