স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকাসহ সারাদেশে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫, যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রাথমিকভাবে নিশ্চিত করেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে, ভূগর্ভের অগভীর এলাকায় হওয়ায় কম্পন তীব্রভাবে অনুভূত হয়।
হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আতঙ্কিত হয়ে ভবন ও বাসাবাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তেই ভূমিকম্প নিয়ে বিভিন্ন এলাকার অভিজ্ঞতা ও ভিডিও ছড়িয়ে পড়ে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
