pressbd24
ঢাকামঙ্গলবার , ৩ জুন ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর পল্টনে এক লাখ টাকার জাল নোটসহ, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
জুন ৩, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পল্টন এলাকার গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে থেকে এক লাখ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।

গ্রেপ্তাররা হলেন : মো. সাগর (৩০), মো. আল আমিন হাওলাদার (২৮) ও বাবু মাতব্বর (৫৪)।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

মঙ্গলবার (৩ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, কিছু ব্যক্তি জাল নোট বিক্রির উদ্দেশ্যে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে তারা। পরে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে এক লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবি জানায়, আটকরা দীর্ঘদিন ধরে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাল নোট সরবরাহ করে আসছিলেন। তারা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বড় পরিসরে জাল নোট বাজারজাত করার পরিকল্পনা করছিলেন।

তদন্তে জানা গেছে,আটক সাগরের বিরুদ্ধে শাহআলী থানায়, আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি, পটুয়াখালীর দশমিনা থানায় দুইটি, শ্যামপুর থানায় একটি এবং বাবু মাতব্বরের বিরুদ্ধে জিএমপির টঙ্গী পূর্ব থানায় একটি মামলা রয়েছে, যা সবই বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।