pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় চাচা গ্রেফতার!

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আজিজুল মোল্লা (৪৮) নামে একজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৬ নভেম্বর) রাতে গাজীপুর থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আসামি আজিজুল মোল্লা রাজশাহীর পুঠিয়া উপজেলার দমদমা এলাকার মৃত সেরাজ মোল্লার ছেলে।

পারিবারিক সম্পর্কে ধর্ষণের শিকার তরুণীর চাচা হন তিনি। ওই তরুণীর মা, বাবা ও ভাই ঢাকায় থাকেন।

র‌্যাব জানিয়েছে, ভুক্তভোগী তরুণী ২৫ বছর বয়সের শারীরিক প্রতিবন্ধী।

গত ২২ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে আসামি আজিজুল দমদমা গ্রামস্থ ভিকটিমের বাড়ির দক্ষিণ দুয়ারী ঘরে প্রবেশ করে ভিকটিমকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ধর্ষণ করার শেষে ভিকটিমকে কাউকে কোনো  কিছু না বলার জন্য হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।

পরবর্তীতে আসামি বিভিন্ন সময় ও তারিখে ভিকটিমকে পুনরায় একই ঘটনাস্থলে এসে ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিমের দাদি ঘটনা জানতে পারেন এবং ভিকটিমের বাবা-মাকে বিষয়টি খুলে বলেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে রাজশাহী জেলার পুঠিয়া থানায় ধর্ষণ মামলা করেন।

র‌্যাব জানায়, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সদর কোম্পানি, র‌্যাব-৫, রাজশাহী ও সিপিসি-২, র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে জিএমপি গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মোমেনশাহ রোড, টি আই সি গেইট এলাকা থেকে ধর্ষণ মামলার এজারনামীয় মূলহোতা আসামি  আজিজুল মোল্লাকে করা হয়। আসামিকে ধর্ষণ মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মো. মুস্তাফিজুর রহমান বলেন, আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের কার্যক্রম চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।