স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সিতাকুন্ডে ভাটিয়ারি এলাকায় বিএনপি নেতা আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। এতে সড়কের দুপাশে গাড়ি চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা থেকে বিএনপি নেতাদের মনোনয়ন ঘোষণার পর থেকে আসলাম চৌধুরীর অনুসারীরা মহাসড়ক অবরোধ করে। এর ফলে যানজটের পাশাপাশি রাস্তার পাশের দোকান ও বিভিন্ন ছোট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা ভাঙচুরের আশঙ্কায় আতঙ্কিত হয়েছেন।
যানজটের ভোগান্তি সম্পর্কে এক যাত্রী অপু বলেন, বিএনপির নেতাকর্মীরা অবরোধ করে রাস্তা পুরো ব্লক করে দিয়েছে। তারা কেন কি করছে তা আমি জানি না। কিন্তু আমার নাইট শিফটের ডিউটি আছে। সময়মতো যেতে না পারলে সমস্যা হবে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা সড়ক অবরোধ করেছে।
আমাদের টিম ঘটনাস্থলে আছে। তাদের সঙ্গে কথা বলে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    