জাতীয় ডেস্ক : আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকায় বৈঠক শেষে জানানো হয় এ সিদ্ধান্ত।
২০২৬ সালে সরকারি ছুটি থাকবে মোট ২৮ দিন। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি—শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যত প্রকৃত ছুটি থাকবে ১৭ দিন।
গত বছরের তুলনায় এবার সরকারি ছুটি কিছুটা কমেছে বলে বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদ আজ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে। এতে সাধারণ ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে মোট ২৮ দিন নির্ধারণ করা হয়েছে।’
এর আগে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন হয়েছিল গত বছরের ১৭ অক্টোবরের বৈঠকে। সে বছর মোট ছুটি ছিল ২৬ দিন—এর মধ্যে সাধারণ ছুটি ছিল ১২ দিন ও নির্বাহী আদেশে ১৪ দিন। তবে নয় দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যত ছুটি ছিল ১৭ দিন।
২০২৬ সালেও একইভাবে ৯ দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়ায় প্রকৃত সরকারি ছুটি থাকবে ১৭ দিন।

