স্টাফ রিপোর্টার : রাজধানীর ওয়ারী এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ ফাতেমা আক্তার (৬৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ।
শুক্রবার রাতে তাকে আটক করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, ওয়ারীর নবাবপুরস্থ কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনে অভিযান পরিচালনা করে ৫ হাজার পিস ইয়াবাসহ ফাতেমাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে মাদককাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, আটক ফাতেমা আক্তার একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

