স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের পাঁচলাইশে একটি বাসা থেকে স্বর্ণ চুরির ঘটনায় গৃহপরিচারিকার মেয়েসহ চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়াও স্বর্ণ বিক্রির টাকায় কেনা আইফোনসহ তাদের কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ও নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা ও নরসিংদী জেলার রায়পুরা থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার আসামি চারজন হলেন : গৃহপরিচারিকার মেয়ে সুমাইয়া ইয়াসমিন সাথী (১৯), তার সহযোগী ইভা বেগম (৩২), হাসেনা বেগম (৬৭) ও শান্তা আক্তার নিলা (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট বিকেলে নগরের পাঁচলাইশ থানা এলাকার একটি বাসা থেকে মোট ৪৯ ভরি ৮ আনা স্বর্ণ চুরি হয়। যার আনুমানিক মূল্য ৭৪ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় ২৭ আগস্ট থানায় একটি মামলা দায়ের করেন ঘরের গৃহকর্ত্রী উম্মুল খায়ের আমিন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাঁচলাইশ থানার উপপরিদর্শক মো. আশরাফ উদ্দিন গতকাল ভোরে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে সুমাইয়া ইয়াসমিন সাথী ও ইভা বেগমকে গ্রেপ্তার করেন। এদের মধ্যে সুমাইয়া ইয়াসমিন সাথী বাদীর ঘরের গৃহপরিচারিকা পারভীন আক্তারের মেয়ে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ আনা স্বর্ণ, স্বর্ণ বিক্রির নগদ ৯০ হাজার টাকা এবং সেই টাকা দিয়ে কেনা সামসাং ও আইফোন মোবাইল।
পুলিশ জানিয়েছে, সাথী ও ইভার কাছ থেকে তথ্য নিয়ে গ্রেপ্তার করা হয় হাসেনা বেগম ও শান্তা আক্তার নিলা নামে আরও দুইজনকে। তাদের হেফাজত থেকে স্বর্ণ বিক্রির সাড়ে ৫ লাখ টাকা, ৩ ভরি ১২ আনা স্বর্ণ এবং স্বর্ণ বিক্রির টাকায় কেনা সামসাং ও আইফোন মোবাইল উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যে দুটি জুয়েলারির দোকান থেকে দুটি স্বর্ণের গলানো পাত উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, বাদীর ঘরে গৃহপরিচারিকা পারভীন আক্তার দীর্ঘ ৮ বছর ধরে কাজ করেন। সেই সুবাদে পারভীন আক্তারের মেয়ে আসামি সুমাইয়া আক্তার প্রায়ই ওই বাসায় যাতায়াত করতো। স্বর্ণ চুরির ঘটনায় মামলা দায়েরের পর তদন্তে চুরির সঙ্গে সুমাইয়ার সম্পৃক্ততা পাওয়া যায়। একইসাথে আরও ৩ জনকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে চোরাই স্বর্ণ ও বিক্রির টাকায় কেনা মোবাইলফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

