pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু!

অনলাইন ডেস্ক
জুলাই ৩, ২০২৫ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসাথে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা বাসিন্দা মেহেদী হাসান নিরব ও শাহআলম খান সুমন বলেন, এলাকার তপদার বাড়ির বাসিন্দা মৃত খালেক তপদারের ছেলে আব্দুর রব তপদার (৬০) ও তার ছেলে সায়েম তপদার (২৩) বাড়ির কাছে রেললাইনের পাশের বিলে পাট জাগ দিতে যায়।

পার্শ্ববর্তী আকতার তপদারের দোকানে নেওয়া বিদ্যুতের সাইডলাইনের তার ছিড়ে পানিতে পড়েছিল। একপর্যায়ে সেই ছেড়া তারে আব্দুর রব তপদার জড়িয়ে স্পৃষ্ট হয়ে কাতরাতে থাকলে ছোট্ট একটি মেয়ে তার ছেলে সায়েমকে বলে। পরে দূর থেকে বাবার এমন অবস্থা দেখে না জেনে বাবাকে আগলে ধরলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে বিল থেকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মৃত আব্দুর রব তপদার ছিলেন- অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তার ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে নিহত সায়েম হোসেন ছোট এবং শাহতলী কামিল মাদরাসার শিক্ষার্থী।

ঘটনার সত্যতা স্বীকার করে নিহত আব্দুর রব তপদারের শ্যালক শাহ আলম বলেন, আমার বোনের জামাই ও ভাগিনা পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। পারিবারিক সিদ্ধান্তে নিতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।