স্টাফ রিপোর্টার : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সারাদেশের ন্যায় মিরসরাইয়েও শুরু হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

তিনি বলেন, ‘চট্টগ্রামে সর্বোচ্চ রেজিস্ট্রেশন মিরসরাইয়ে হয়েছে। এটি নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক বার্তা। টিকা নিয়ে যেকোনো গুজব প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে।’
তিনি আরো বলেন, ‘৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১ লাখ ৩৪ হাজার ২৪০ জন শিশুকে এই টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।’
ডা. মিনহাজ উদ্দিন জানান, উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌর এলাকায় ৫২১টি কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এটি টানা ১৮ দিন চলবে, প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন : উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন, স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন।

