pressbd24
ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের সীতাকুণ্ডে মনোনয়ন নিয়ে সহিংসতা : বিএনপির চার নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সীতাকুণ্ডে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সহিংসতা, হানাহানি ও সড়ক অবরোধসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন : সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং সোনাইছড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণে তাঁদের দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার সন্ধ্যায় বিএনপি আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করে।

এতে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে বাদ দিয়ে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম।

মনোনয়ন থেকে বাদ পড়ার খবর ছড়িয়ে পড়লে আসলাম চৌধুরীর কর্মী–সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে তারা সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শহীদ মিনার এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে ‘দুর্দিনের আসলাম ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘আসলাম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এমন স্লোগান দেন। পরে কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেট, ফৌজদারহাট, মাদামবিবিরহাটসহ বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে মিছিল করেন তাঁরা। প্রায় চার ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে, ফলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরবর্তীতে বিক্ষোভকারীরা রেলপথেও অবরোধ দেন, যার ফলে সীতাকুণ্ড রেলস্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসসহ দুটি ট্রেন আটকা পড়ে।

রাত ১১টার দিকে বিক্ষোভকারীরা মহাসড়ক ও রেললাইন থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।