pressbd24
ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার : গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ মো. সাদেক হোসেন (২০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় চার কোটি পঞ্চাশ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বিজিবি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

রাত সাড়ে ১০টার সময় মায়ানমার দিক থেকে তিন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে।

এ সময় তারা হাতে থাকা নেটের ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে মো. সাদেক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী তল্লাশিতে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদেক হোসেন জানিয়েছে, তিনি আব্দুর রহিম (৩২) নামের একজনের কাছ থেকে ৯ হাজার টাকার বিনিময়ে ইয়াবা বহন করছিলেন।

জানা যায়, অভিযুক্ত আব্দুর রহিমের বিরুদ্ধে বিজিবির মাদক চোরাচালানের দুইটি পূর্ববর্তী মামলা রয়েছে, তবে তিনি পলাতক।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, ‘মাদক সরবরাহকারী ও এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।