pressbd24
ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে অস্ত্রের মুখে জিম্মি, বসতঘরে ডাকাতি : নারীদের মারধর!

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নারী সদস্যদের মারধর করে।
এসময় তারা প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও ৩টি মুঠোফোন নিয়ে যায়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব খইয়াছড়া গ্রামের কলিমুল্লাহ ভেন্ডর বাড়ি মোহাম্মদ হানিফের বসতঘরে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতদল দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যকে জিম্মি করেছে৷ ঘরের কর্তা হানিফকে গামছা দিয়ে হাত, মুখ ও চোখ বেঁধে রাখে৷ ডাকাতরা ৬ জন ভিতরে প্রবেশ করে এবং বাইরে আরও কিছু অপেক্ষা করেছে। তারা সবাই মুখে মুখোশ ও পরনে শর্ট প্যান্ট পরা ছিল।

ভুক্তভোগী মোহাম্মদ হানিফ বলেন, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়ি। রাত প্রায় আড়াইটার দিকে দরজার বাইরে শব্দ শুনতে পাই৷ রুমের লাইট জ্বালিয়ে দেখি দরজার বাইরে কেউ চলাচল করছে৷ রড দিয়ে দরজার তালা ভাঙার চেষ্টা করছে৷ তখন ডাকাত, ডাকাত বলে চিৎকার শুরু করি৷ মুখে, মুখোশ ও পরনে শর্ট প্যান্ট পরা ৬ জন ডাকাত দল ঘরে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে এবং আমাকে রড দিয়ে আঘাত করে।

তিনি আরও বলেন, ডাকাতরা আমাকে গামছা দিয়ে চোখ, হাত-পা বেধে ফেলে এবং মহিলাদের ঘাড়ে দেশীয় অস্ত্র ধরে রাখে এবং আমার ছোট বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেয়। এসময় আমার স্ত্রী থেকে আলমারির চাবি, তালা খুলে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও ৩টি মুঠোফোন নিয়ে যায়৷

জানতে চাইলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, বসতঘরে ডাকাতির খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। আমরা খইয়াছড়া ইউনিয়নে আলাদা টিম রেখেছি পুলিশের৷ আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ডাকাত নিয়ন্ত্রণে৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।